বৃহস্পতিবার, বিকাল ৩:০০, ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বৃহস্পতিবার, বিকাল ৩:০০, ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

আর্তনাদ

গার্গী ব্যানার্জী

Gargi Banerjee

আস্তাকুড়ে ছুঁড়ে ফেল তোমাদের কাপুরুষতা

বৈষম্য চারদিকে তীরবিদ্ধ হচ্ছে

প্রতিনিয়ত যন্ত্রণায় মাখামাখি হায় এ কোন সভ্যতা!

নতুন আকাশে আলো ফোটার আগেই ঝরে পড়ে লাল সেই মাটি।

যেটুকু দেখা যায় সব কিছুই সবটা সম্পূর্ণ কিছু নয় যতটা নয়,

সেটুকুই টেনে নিয়ে চলে যায় দিন থেকে দিন

ছায়া থেকে আলো অভ্যস্ত সাদা-কালো থেকে কিছুটা রঙিন।

ভ্রূণ হত্যা রক্তক্ষরণ!

এই কি সভ্যতা গড়ে তোলা চলছে নির্বাক প্রহসন।

ভালো থেকে মন্দ’য় ন্যায় থেকে অন্যায় জটিল থেকে সহজে আরও যে পথ চলা বাকি

সভ্যতার নিদর্শন হতে গৌরবের সাক্ষী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top