শনিবার, রাত ১২:২২, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

শনিবার, রাত ১২:২২, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

উল্লাপাড়ায় সরিষার বাম্পার ফলন

সরিষার বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি।  আঃ ছালাম শেখ, উল্লাপাড়া থেকে।   অন্যান্য বছরের তুলনায় এ বছর সরিষার ব্যাপক ফলন লক্ষ্য কর যাচ্ছে। জানা গেছে অন্যান্য বছরের তুলনায় এ বছর সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলে এবছর সরিষার আবাদ যেমন বেশী হয়েছে তেমনি এবছর শীত মৌসুমে ঘন কুয়াশা তেমন না থাকায় শীতকালিন ফসল সরিষায় কোন পোকামাকড় এর প্রাদুর্ভাবও  তেমন নেই বললেই চলে। সরিষার জমি গুলোতে ফুলে ফুলে ভরপুর হয়ে আছে। জমিতে গিয়ে কৃষকের প্রাণ জুড়িয়ে যায়।

ইতোমধ্যে সরিষার ফুল  ঝরে কিছু কিছু জমিতে সীম লক্ষ্য করা যাচ্ছে, সরিষার জমিতে তাকালে কৃষকের প্রাণে নতুন আশার আলো খুজে পায়। বিশেষকরে চলনবিল এলাকায় গিয়ে দেখা গেছে পাড়া মহল্লায়   একটাই আলোচনা ব্যপকতা পেয়েছে, এ বছেরর সরিষার আবাদ। অন্যান্য বছরের তুলনায় এবছর দিগুন ফলনের সম্ভাবনা কৃষকের চোখে মুখে। ২০২৫ সাল হোক বাম্পার ফলনের বছর এই প্রত্যাশা বুকে নিয়ে বেচে আছে গরীব মেহনতি কৃষকেরা।

Scroll to Top