নাজমুল হোসেন, স্টাফ রিপোর্টার
রাজবাড়ীর গোয়ালন্দে ভাইয়ের সাথে বোনের ঝগড়া অভিমান করে ঘরে রাখা ইঁদুর মারার বিষ পান করে মিথিলা আক্তার (১৭) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। নিহত মিথিলা আক্তার উপজেলার দেবগ্রাম ইউপির তেনাপাঁচা গ্রামের জলিল ফকিরের মেয়ে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,২১ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যা টার দিকে বাড়িতে তাঁর আপন ছোট ভাই বোনদের মধ্যে ঝগড়া করে। ঝগড়ার এক ফাঁকে অভিমান করে ঘরে থাকা ইঁদুরের বিষ পান করে মিথিলা আক্তার যন্ত্রণা ছটফট করতে থাকলে বাড়ির লোকজন ও আশপাশের লোকজন ছুটে এসে দ্রুত তাঁকে চিকিৎসা জন্য গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাঁর অবস্থান খারাপ দেখে উন্নয়ন চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। চিকিৎসার এক পর্যায়ে মিথিলা আক্তারের অবস্থা আরো খারাপ হলে চিকিৎসাধীন অবস্থায় ঐদিন রাত ১০ টায় দিকে মৃত্যুবরণ করেন। এই খবর পাওয়া পর্যন্ত মৃতদেহটি ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে। ফরিদপুর থানা পুলিশ মৃতদেহর সুরতহাল প্রস্তুত পূর্বক আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।