বৃহস্পতিবার, সকাল ১০:৩৯, ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বৃহস্পতিবার, সকাল ১০:৩৯, ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

দেশব্যাপী কাল কর্মসূচির ডাক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

কুয়েটে সংঘর্ষের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবেশ আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ সময় সংগঠনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, “ক্যাম্পাসে যারা রাজনীতি করতে চান, তাদের শিক্ষার্থীদের মতের সাথে সঙ্গত রাখতে হবে। শিক্ষার্থীদের মনোভাব বুঝতে হবে। কিন্তু যারা ক্যাডার রাজনীতি করতে চান, আবারও হল দখল করতে চান, চাঁদাবাজি করতে চান, তাদের পরিণতি ছাত্রলীগের মতো হবে।”

হাসনাত আবদুল্লাহ আরো বলেন, “আওয়ামী লীগও আপনাদের নির্যাতন করেছে, আপনিও মজলুম ছিলেন, তবে এখন আপনাদের জালিম হয়ে ওঠা ঠিক নয়। মজলুম যখন জালিম হয়ে ওঠে, তখন পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে যায়।”

তিনি বলেন, “আমরা চাই না শিক্ষার্থীদের ওপর আবার কেউ জুলুম করুক। শিক্ষাঙ্গনে মুক্তচিন্তার যে সমৃদ্ধি, তা অব্যাহত থাকুক। আর কেউ যেন শিক্ষার্থীদের ওপর জুলুম করতে না পারে।”

এদিকে, রাতে বুয়েট শিক্ষার্থীরা এক বিবৃতিতে অভিযোগ করেছেন, “খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ওপর ন্যাক্কারজনকভাবে হামলা চালানো হয়েছে। গতকাল কুয়েটের সাধারণ শিক্ষার্থীরা ছাত্রদলের ফরম বিতরণের প্রতিবাদে অবস্থান নিতে চাইলে বহিরাগত ছাত্রদল নেতাকর্মীরা হামলা চালায়।”

তবে জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির তার ফেসবুক পেজে দাবি করেছেন, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সাধারণ শিক্ষার্থী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার ব্যবহার করে ফরম বিতরণের অভিযোগে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর গুপ্ত সংগঠন শিবির এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top