বুধবার, বিকাল ৫:২৮, ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বুধবার, বিকাল ৫:২৮, ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক মন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ ১৬ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে

জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তৎকালীন আওয়ামী লীগ সরকারের ১৬ জন শীর্ষ ব্যক্তিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) হাজির করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, আমলা এবং একজন বিচারপতি।

আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। অভিযুক্তদের মধ্যে আছেন—আনিসুল হক, আমির হোসেন আমু, কামরুল ইসলাম, লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান, কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, তৌফিক-ই-এলাহী চৌধুরী, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, প্রাক্তন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং প্রাক্তন স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম।

এছাড়া আদালতে হাজির করা হয় দীপু মনি, জুনাইদ আহমেদ পলক, শাজাহান খান এবং সালমান এফ রহমানকেও।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top