বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন আশ্বাস দিয়েছেন যে, আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে ভোজ্যতেলের বাজার স্থিতিশীল হবে। আজ বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। সংবাদ সম্মেলনটি বেক্সিমকো শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের পাওনা পরিশোধ নিয়ে ছিল।
এ সময় ভোজ্যতেলের বাজার নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বাণিজ্য উপদেষ্টা বলেন, বর্তমানে শুধু ভোজ্যতেল বাজারেই সমস্যা রয়েছে, তবে রমজানের পণ্য যেমন খেজুর, ছোলা, ডাল ও চিনি বাজারে কোনো সমস্যা নেই। তিনি আরও বলেন, ভোজ্যতেলের সরবরাহে যে ঘাটতি দেখা যাচ্ছে, তা ৭ থেকে ১০ দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। বাজারের অস্থিরতার জন্য শুধুমাত্র পরিশোধনকারী কারখানার মালিকদের দায়ী করা যায় না, অন্যান্য দিকও প্রভাবিত করেছে, যেমন গণমাধ্যমের প্রতিবেদন যা মজুতের দিকে উত্সাহিত করেছে। এসব কারণে বাজারে অস্থিরতা তৈরি হয়েছে।
এছাড়া তিনি জানান, কিছু দোকানে বোতলজাত তেলের সংকট রয়েছে এবং কিছু দোকানদার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি করছেন। কেউ কেউ সয়াবিন তেল বিক্রির সঙ্গে অন্য পণ্য কেনার শর্তও আরোপ করছেন।