দুরন্ত
পিতার মৃত্যুর পর দীর্ঘ ও অনিশ্চিত বাস যাত্রায় চোখের জল সে সাক্ষ্য দেয়না!
প্রিয়তমার কাছে বিদায় নিয়েও ভিতরে ভিতরে উল্টেপাল্টে নতুন আমি হয়ে উঠেছি!
অনেকটা বেহিসাবি বৈরাগ্য নিয়ে
উপেক্ষা করতে শিখেছি
অপেক্ষার উজ্জ্বল হাতছানি আর ছোঁয় না
চিতার আগুনে জ্বলে যাওয়া মাতৃসম আত্মার শরীর দাউ দাউ করে ওঠায় হু হু করে কেঁদেছি!
সমাজ, সংসার, জীবনকে আগলে না রাখার এই জীবনে
মানুষ হতে গিয়ে স্বার্থপর হয়েছি!