বর্নালী রানী দোবে
খোলা জানালায় উঁকি দিয়ে দেখি
কোনটা আসল কোনটা মেকি
কিছুই বুঝিতে নাহি পারি ,
হঠাৎ দমকা হাওয়া
মনের মধ্যে যতো চাওয়া
প্রকাশের জন্য করি পায়চারী ।
মনে পড়ে গেলো আছে দখিনা বাতায়ন
তার সহজ সরল ভালোবাসাটাও মায়ের মতন
তার ভালোবাসার টানে ছুটে চলি ,
মনের সাথে গেঁথে আছে সে
স্মৃতিতেও আছে খানিকটা মিশে
বলা না বলা ইচ্ছে গুলো
বলি তার কাছে যখন ,
সে যে দখিনা বাতায়ন
সে যে দখিনা বাতায়ন ।
দখিনা বাতায়ন,সে যে মায়েরই মতন
ধীরে ধীরে এগিয়ে চলি
তার শিকগুলো ধরে মনের কথাগুলো খুলে বলি,
এমন সময় শীতল দখিনা সমীরণ
মনে হলো আমার মায়ের স্পর্শ,
আবেগে,আল্লাদে মন হলো উচাটন,
সে যে দখিনা বাতায়ন
সে যে দখিনা বাতায়ন ।