রবিবার, রাত ২:০৫, ১৭ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

রবিবার, রাত ২:০৫, ১৭ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

বিবর্তনের প্রাচীর

গার্গী ব্যানার্জী


সব শুধু ভোগ আর লাভের হিসাব খুঁজে মরে,
ভিক্ষাপাত্র ধরে এগিয়ে যায় সবাই জোৎস্নার কাছে
অস্তাচলে যাচ্ছে জীবন ঢলে

প্রতিটি নিঃশ্বাস যেন আজ বিশ্বাস হারায়।

ভালোবাসার বিবর্তন,
মুখোশের আড়ালে লুকিয়ে থাকে কত বিলাসিতা,
নক্ষত্রের দেশে যেন দ্বন্দ্বের প্রাচীর।
একাকীত্ব,হাহাকার ছুটছে গতিহীন,
শুকনো কংক্রিট,
শুকনো পাতার মর্মর ধ্বনি।

পাও কি শুনতে
তোমরা কবি
মানুষের দীর্ঘশ্বাস,
মর্মবেদনা কাতর গুমরানি,
পাও কি ক্ষুধার্থ শিশুর ক্রন্দন?
দীনহীন মানুষ আটকে গেছে মিথ্যে মায়াজালে।

চারিদিকে দ্বন্দ্বের বীভৎস প্রাচীর রাজপথে দেয় কাতর গোঙানি
কোন নগ্ন শিশু প্রশ্ন করে না শাসককে,
“তোমার বিবেক কোথায়?”

সামনে শুধুই দেখি শূন্য পথ
শুনশান অনচ্ছ দৃষ্টি
অন্তিম লগ্নে ঘৃণ্য অসহ বিভীষিকাময় দিনযাপন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top