শনিবার, রাত ১০:৫৫, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

শনিবার, রাত ১০:৫৫, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটি

উল্লাপাড়া থেকে আঃ ছালাম শেখ।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য এম,আকবর আলীকে পঞ্চক্রোশী ইউনিয়ন বিএনপির শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক জেলা কমিটি বিলুপ্ত করে, কেন্দ্র হতে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করেছেন। উক্ত কমিটিতে ৩ নম্বরে সদস্য হিসেবে স্থান পেয়েছেন উল্লাপাড়া হতে দুই দুইবার নির্বাচিত উল্লাপাড়ার উন্নয়নের রুপকারখ্যাত ও শিক্ষা অনুরাগী জনাব এম আকবর আলী।

তার এই পদ প্রাপ্তির খবরে উল্লাপাড়া উপজেলা বিএনপির নেতাকর্মীদের মাঝে আনন্দের বন্যা বয়ে যায়। শহরে হাজার হাজার নেতাকর্মিরা আনন্দ মিছিল করেন। গত ০৪ ফেব্রুয়ারী জনাব এম আকবর আলী তার গ্রামের বাড়ি বড়হর এলে উপজেলার সর্বস্তরের নেতাকর্মীরা তার সংগে সাক্ষাৎ করে কুশল বিনিময় করেন, তারই অংশ হিসেবে পঞ্চক্রোশী ইউনিয়ন বিএনপির পক্ষ হতে অন্যান্যের মধ্যে সদ্য বিলুপ্ত ইউনিয়ন কমিটির সাবেক সভাপতি আঃ মালেক ফকির, সাধারন সম্পাদক হায়দার আলী আকন্দ,সাং সম্পাদক শাহীন ও সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুস ছালাম শেখ এম আকবর আলীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। অনুষ্ঠান টি সঞ্চালনা করেন উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক জনাব হেলাল সরকার।

Scroll to Top