বসন্তের ইশারায়
সুখ পাখিটা কৃষ্ণচূড়ার ডালে বসে থাকে
নিদ্রাহীন দু’চোখে
অসুখ নিয়েই ইচ্ছের স্রোতে ভাসে
ফাগুন আসে আগুন নিয়ে পাতার ফাঁকে
এক পশলা বৃষ্টি রাতের শেষে ধুয়ে দেয় আকাশটাকে
সকাল দুপুর অপেক্ষায় রাখে কৃষ্ণচূড়া
বসন্তের আয়ুষ্কাল না মেনেই একটা দুটো করে ফুলের সংখ্যায় বাড়তে থাকে বয়স
তাও নিজের প্রেমেই মাতে
প্রাণের আদলে জ্বলে ওঠে
রঙিন হয়ে স্ফটিক হৃদয়ে হারানো প্রাপ্তির খোঁজে।
চির বসন্ত বৌরি হয়ে বেঁচে থাকা কি একেই বলে? ©গার্গী