এম এ সবুর
এক সময় আমার যে স্বপ্নগুলো
তোমার চিবুক ছুঁয়ে নিতম্বে আশ্রয় খুঁজে পেত
কিংবা হাতের স্পর্শতায় প্রান ফিরে পেত,
সেই স্বপ্নগুলো আজ ধুসর মেঘের বৃষ্টি হয়ে পরবাসের আকাশ থেকে ঝরছে।
যে ভালোবাসায় চৈত্রের উত্তপ্ত দুপুরেও পৌষের বিকেল বয়ে আনতো,
যে ভালোলাগায় সারা রাত জেগে জেগে তোমায় নিয়ে কবিতা লিখতাম
, কারন অকারনে শুকনো পাতার মতো
সে ভালোবাসার সব কবিতা ঝরে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে।
নির্বিকায় পিষ্ট হচ্ছে তোমার পদতলে এখানে সেখানে।
তোমার দিগন্ত ছোঁয়া হাসির অাড়ালে এখন দেখি ডুবে যাওয়া চাঁদ,
আমার প্রেমের সদ্য তোলা কবর।
যেখানে টেনে হিঁচড়ে ঢেঁকে দিচ্ছো এক জীবনের সবটুকু প্রেম,
স্মৃতি চিহ্ন, প্রেমের তুলিতে আঁকা সব অঙ্কিত চিত্র,
তোমার চোখে মুখে এখন কেবলি অন্য আকাশ।