নাজমুল হোসেন, স্টাফ রিপোর্টার–
রাজবাড়ীর গোয়ালন্দে ফ্যাসিবাদী সন্ত্রাসী সংগঠন আঃলীগকে নিষিদ্ধ এবং নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগের ঘোষিত কর্মসূচির প্রতিবাদ ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১ঃ০০ টার নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে গোয়ালন্দ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে গোয়ালন্দ বাস স্ট্যান্ডে এসে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ছাত্র আন্দোলনের নেতা শাহরিয়ার সজীব, রবিন নুরতাজ, আবির হাসান, রাকিবুল রাকিব, ফাহিম, হিমেল, রেদোয়ান, মাহমুদ ,জান্নাতুল অন্তরা প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, আঃলীগকে নিষিদ্ধ ও শেখ হাসিনার বিচারের দাবি জানান। এবং আঃলীগের পুনর্বাসনের সুযোগ দেওয়া যাবে না। এদের যারা সহযোগিতা করবে। পুনর্বাসনের সুযোগ করে দেবে; তাঁদের প্রতিহত করা হবে। বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের ঠাঁই হবে না। আঃলীগের সন্ত্রাসী ও ফ্যাসিস্ট রাজনৈতিক দল হিসেবে দাবি করে তারা আরো বলেন, যারা এই দেশের মানুষের উপর অন্যায়,অত্যাচার, জুলুম নির্যাতন চালিয়েছে । তাঁদের বিচার চাই এই বাংলার মাটিতে করতে হবে। তাঁরা সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের ঘোষিত কর্মসূচির প্রতিবাদ জানান এবং জুলাই গণহত্যার বিচার ও সন্ত্রাসী ফ্যাসিবাদী সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি করেন।
ছবি যুক্ত:
নাজমুল হোসেন, স্টাফ রিপোর্টার