মানুষ বড়ই অদ্ভুত কত চেনা জনপদ অচেনা করে।
কত মায়াজাল বুনে যায় মনের গভীরে।
প্রিয়জন হয়ে জায়গা করে নেয় আজীবন হৃদয়ে।
আবার হারিয়েও যায় কখনো কখনো মায়াজাল ছিড়ে।
মানুষ এমনি, পাখির মত। সময় হলে ফেলে যায়।
তার প্রিয় বাসস্থান প্রিয়জন। আকাশে উড়াল দেয়।
নতুন ভুবন খুঁজে নেয়। ঘর বাধে নতুন করে।
এমনি করেই মানুষও পাখির মত ভুলে যায় চেনা পথ চেনা ভুবন।
প্রিয় কাছের মানুষ। খোঁজেনা আর জন্মের পর বেড়ে ওঠা নিকুঞ্জ বাস।
Enter