শনিবার, রাত ৯:১৪, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

শনিবার, রাত ৯:১৪, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

সংস্কার থেকে নির্বাচন কত দূর

‘সংস্কার থেকে নির্বাচন কত দূর’ শীর্ষক গোলটেবিল আলোচনায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, দেশে পরিবর্তন আনতে হলে ভালো সরকার ও শাসকের প্রয়োজন, এবং তা সম্ভব হবে শুধুমাত্র যখন রাজনৈতিক দলগুলো নিজেদের সংস্কার করবে। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সংস্কার না হলে ভালো সরকার গঠন সম্ভব নয়।

আজ ৯ ফেব্রুয়ারি, রোববার জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের আয়োজনে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত গোলটেবিল আলোচনায় তিনি এই কথা বলেন। তিনি আরও জানান, রাষ্ট্রকে বাসযোগ্য করার জন্য পরিবর্তন অপরিহার্য, এবং জাতীয় ঐকমত্য ১৫ দিনের মধ্যে গঠন সম্ভব। এরপর ৪-৫ মাস পরে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তবে নির্বাচনের আগে পুলিশ প্রশাসনকে পরিবর্তন করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম তার বক্তব্যে বলেন, সংস্কারের প্রস্তাব সবার জন্য উপযোগী হবে না, কারণ এগুলো দলীয় বা বিশেষজ্ঞদের পছন্দমতো তৈরি হচ্ছে, যা প্রত্যেকের জন্য সমানভাবে কার্যকর হবে না। তিনি বলেন, রাজনীতি অবশ্যই রাজনীতিবিদদের পরিচালনা করতে হবে, এবং ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে বিএনপি দীর্ঘ ১৬ বছর আন্দোলন করেছে।

আলোচনায় আরও অংশ নেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাহিদুল খান সাহেল, জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মতিউর রহমান, অধ্যাপক সুকুমার বড়ুয়া, এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য জসিমউদ্দিন আহমদ প্রমুখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top