সোমবার থেকে ঢাকার পাশাপাশি চট্টগ্রামে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি শুরু করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। টিসিবি জানায়, স্মার্ট ফ্যামিলি কার্ডধারী পরিবার ছাড়াও সাধারণ ভোক্তারাও লাইনে দাঁড়িয়ে এসব পণ্য কিনতে পারবেন।
টিসিবির পণ্যগুলোর মধ্যে রয়েছে সাশ্রয়ী মূল্যে বোতলজাত সয়াবিন তেল, ডাল, চিনি, ছোলা এবং খেজুর। এই কার্যক্রম শুরু হবে সোমবার (১০ ফেব্রুয়ারি) থেকে, যা সাধারণ ভোক্তার জন্যও উন্মুক্ত থাকবে। এর আগে টিসিবি কিছু পণ্য ভর্তুকি মূল্যে স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের জন্য বিক্রি করে আসছে।