“আমার দেশের মান, দেবনা প্রাণ থাকিতে…” – আবদুল জব্বার। ২০১৭ সালের ৩০ আগস্ট এই কিংবদন্তি শিল্পী আমাদের মাঝ থেকে চলে গেছেন, তবে তাঁর কণ্ঠস্বর আজও বাংলা ভাষাভাষী মানুষের হৃদয়ে সজীব। আবদুল জব্বারের পরিচয় তো কোনো শব্দে তুলে ধরা সম্ভব নয়। ১৯৫৮ সালে তৎকালীন রেডিও পাকিস্তানে কণ্ঠশিল্পী হিসেবে তালিকাভুক্ত হন তিনি, এবং ঢাকা টেলিভিশনের সূচনালগ্ন থেকে নিয়মিত ছিলেন সেখানে। ১৯৬২ সালে এহতেশাম পরিচালিত ‘নতুন সুর’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে তাঁর কণ্ঠশিল্পী হিসেবে অভিষেক হয়। সেই থেকেই শুরু হয় আবদুল জব্বারের সঙ্গীত জগতে এক অনবদ্য যাত্রা। হাজারো জনপ্রিয় এবং কালোত্তীর্ণ গান গেয়েছেন তিনি, যা এখানে ব্যাখ্যা করা সম্ভব নয়। একাধিক সিনেমায় তাঁর গান অসংখ্য শ্রোতার মন ছুঁয়েছে, এবং তাঁর মিউজিক্যাল ক্যারিয়ার এমন এক দৃষ্টান্ত হয়ে উঠেছে, যা পৃথিবীজুড়ে অবিস্মরণীয়। তিনি পেয়েছেন ‘একুশে পদক’, ‘স্বাধীনতা পদক’ সহ বহু পুরস্কার ও সম্মাননা। ১৯৩৮ সালের ১০ ফেব্রুয়ারি কুষ্টিয়ায় জন্মগ্রহণ করা এই মহান শিল্পী আমাদের মাঝে চিরকাল বেঁচে থাকবেন তাঁর গান ও কণ্ঠস্বরের মাধ্যমে। প্রিয় এই কণ্ঠ শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়ে, “সালাম সালাম হাজার সালাম….”।