রফিকুল ইসলাম
আমার মা’টাই সবচেয়ে সেরা
পূর্ণিমা’র চাঁদ হাসে,
ছোট্ট বেলায় শুয়ে থাকতে
কাবা’র ঘরে মিশে।
পড়াশোনা’য় সবার সেরা
পরনিন্দা’য় আপোষ নাই।
মেধার গুণেই তাক লাগিয়ে
তিনবারে সে বৃত্তি পায়।
মেয়ে’র মা’য়ে স্বপ্ন বোনে
নিশিত ভোরে,স্বজন যতন কালে,
প্রকৌশলী আলোর প্রাইজ
বস্ত্রখাতেই মেলে।
আমার মায়ে চাকরি করে
ঢাকায় থাকে, ব্যস্ত কোলাহলে,
শুভক্ষণে সুসম্পন্ন
মনের মানুষ পেলে।
শ্বশুর বাড়ি আপন ঘরে
জোনাক জ্বলে,মেলবন্ধনের সাঁকো
মিলে মিশে চাঁদের হাটে
জোছনা মেখে রেখো।
ভালবাসা’য় রেসপেক্ট থাকে
আপন ভঙ্গিমায়,
মনখারাপে মিস করোনা
সংক্ষিপ্ত আড্ডায়।
তোমার কথা ভেবেছিলাম
আনন্দে মুক্তা ঝড়ে,
ভালবাসা প্রাণ ফিরে পায়
মতবিনিময় কালে।
ReplyForwardAdd reaction |