শনিবার, রাত ১১:২৮, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

শনিবার, রাত ১১:২৮, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

রিজভী বলেছেন, জামায়াতে ইসলামীকে উদারতা দেখিয়ে বিএনপি যা পেয়েছে, তা হলো মুনাফেকি

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জামায়াতে ইসলামীর প্রতি উদারতা প্রদানের ফলে বিএনপি মুনাফেকির উপহার পেয়েছে। তিনি বুধবার সন্ধ্যায় রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুরে উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল ওয়াহেদ মণ্ডলের ২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় এই মন্তব্য করেন।

তাহেরপুর পৌর বিএনপির আয়োজনে স্থানীয় স্কুল মাঠে অনুষ্ঠিত স্মরণসভায় রিজভী বলেন, ‘বিএনপি সব সময় জামায়াতের প্রতি উদারতা দেখিয়েছে এবং জামায়াত সেই সুযোগে রাজনীতি করছে। আওয়ামী লীগ স্বাধীনতা-পরবর্তী সময়ে তাদের নিষিদ্ধ করার ঘোষণা দিলেও বিএনপি সমর্থন করেছে। এই উদারতার ফলস্বরূপ বিএনপি মুনাফেকির শিকার হয়েছে।’

রিজভী আরও বলেন, ‘স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে সকল দল একত্রে আন্দোলন করেছিল। সে সময় খালেদা জিয়া বলেছিলেন, তাঁর অধীনে কোন নির্বাচনে যাবেন না। কিন্তু মুনাফেক জামায়াত, আওয়ামী লীগের সঙ্গে মিলে নির্বাচনে অংশ নেয়।’

আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে রিজভী বলেন, ‘আওয়ামী লীগের সময় মতপ্রকাশের স্বাধীনতা ছিল না। যারা মত প্রকাশ করেছে তাদের গুম বা খুন করা হয়েছে। আয়নাঘর তৈরি করে নেতা-কর্মীদের বছরের পর বছর আটকে রাখা হয়েছিল। মামলা দিয়ে হয়রানি করা হয়েছে এবং আমার বিরুদ্ধে তিন শতাধিক মামলা রয়েছে।’

তাহেরপুর পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোহাম্মদ সামসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য সাইফুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ (চাঁদ), সদস্যসচিব বিশ্বনাথ সরকার, মহানগরের আহ্বায়ক এরশাদ আলী, সদস্যসচিব মামুন অর রশিদ, বাগমারার সদস্যসচিব কামাল হোসেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব জাহিদুল ইসলাম প্রমুখ।

রাজশাহী মহানগর বিএনপির সদস্যসচিব মামুন অর রশিদ জামায়াত-শিবিরের সমালোচনা করে ‘বেইমান’ বলে উল্লেখ করেন। বিএনপির কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম জামায়াতের নাম উল্লেখ না করে বলেন, ‘তাদের একটি ছাত্রসংগঠন রয়েছে, যারা রগ কাটার মাধ্যমে আত্মপ্রকাশ করেছে। এরা এখন ষড়যন্ত্রের বীজ বপন করছে। আমাদের তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top