শ্যাম দেওয়ান বোগদাদীর ৫৩ তম স্বরন সভা ও সাধুসমাবেশ বন্যাকান্দিতে অনুষ্ঠিত। উল্লাপাড়া হতে আব্দুস ছালাম শেখ। সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের বন্যাকান্দি করতোয়া ফুলজোড় নদীর পার্শ্বে গতকাল অত্র গ্রামের সামছুল ইসলাম সাধুর ৫৩ তম এক স্মরনসভা মাঘী পুর্নিমা ও সাধু সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে সাধুর অসংখ্য ভক্তবৃন্দ অংশ গ্রহন করে, তারা সাধুকে স্মরন করে তার জীবনী নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা শেষে রাত্রী ৯.০০ টায় শুরু হয় লালন সংগীতানুষ্ঠান। কুষ্টিয়ার লালন একাডেমীর নামকরা শিল্পীদের গানে গানে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানটি। বাবুল হাসানের উপস্থাপনা এবং পঞ্চক্রোশী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ আব্দুস ছালাম শেখের সার্বিক নির্দেশনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন পঞ্চক্রোশী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব হায়দার আলী আকন্দ। এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুবদল নেতা আজমল তালুকদার,তাজমুল হাসান দুলাল সহ অনেকেই !