শনিবার, রাত ১১:০৫, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

শনিবার, রাত ১১:০৫, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে প্রশাসন অভিযানে কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

নাজমুল হোসেন,স্টাফ রিপোর্টার-
গোয়ালন্দের পদ্মা নদীতে উপজেলা প্রশাসন  বিশেষ অভিযান চালিয়ে অবৈধ বেরি ও ১মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করেছে। উপজেলার পদ্মা নদীর অন্তার মোড় এলাকায় এই অভিযান চালানো হয়। উক্ত অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান দায়িত্ব পালন করেন।

অভিযান চলা কালে উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. মাহবুবুল আলম সহ পুলিশ ও কোস্ট গার্ডের একটি যৌথ দল। অভিযানের সময় পদ্মা নদীতে দেওয়া অবৈধ বেরি কেটে দিয়ে ১হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেন। তারপর ঐ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।জেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আসাদুজ্জামান জানান, নিষিদ্ধ সময়ে মা ইলিশ শিকার বন্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। মা ইলিশ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ অভিযান চালু থাকলে  ভবিষ্যতে ইলিশের সংকট  হবে না বলে তিনি জানান। 

Scroll to Top