শনিবার, রাত ৮:০২, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

শনিবার, রাত ৮:০২, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

ফখরুল বলেন, আগে স্থানীয় নির্বাচন চাওয়া আসলে দেশের স্থিতিশীলতা নষ্ট করার পরিকল্পনা ছাড়া কিছু নয়

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন যে, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চাওয়াকে রাজনৈতিক বিবেচনায় দেশের পরিস্থিতি আরও ভঙ্গুর করার একটি পরিকল্পনা ছাড়া কিছুই নয়। তিনি বলেন, যত দ্রুত জাতীয় নির্বাচন হবে, ততই রাজনীতি সহজ হবে এবং বাংলাদেশের মানুষ স্থিতিশীল অবস্থায় আসবে।

আজ বৃহস্পতিবার দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এসব কথা বলেন।

বিএনপি নেতা মির্জা ফখরুল বলেন, জাতীয় নির্বাচন দ্রুত হওয়া জরুরি দুটি কারণে—একটি হলো বাংলাদেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং অন্যটি হলো সুশাসন প্রতিষ্ঠা করা।

এদিন সকালে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনারদের (ইসি) সঙ্গে সাক্ষাৎ করে। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, জনগণের আকাঙ্ক্ষা হলো, স্থানীয় সরকার নির্বাচন আগে হোক।

এ বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমরা একেবারেই এতে একমত নই। এটি রাজনৈতিকভাবে দেশকে আরও ভঙ্গুর অবস্থায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছাড়া কিছুই নয়।’

এছাড়া, জামায়াত নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্বমূলক (পিআর) পদ্ধতির প্রস্তাব দেয়। এটি নাকচ করে দেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, ‘আনুপাতিক পদ্ধতি আমরা পুরোপুরি বিরোধী। এটি সমর্থন করা যাবে না, একেবারেই প্রশ্ন ওঠে না।’

আজ দুপুরে গুলশানে ঢাকায় নিযুক্ত ব্রিটেনের ভারপ্রাপ্ত হাইকমিশনার জেমস গোল্ডম্যান মির্জা ফখরুলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে এই সাক্ষাতের বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top