রবিবার, রাত ১:৪৫, ১৭ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

রবিবার, রাত ১:৪৫, ১৭ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ী জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

নাজমুল হোসেন,স্টাফ রিপোর্টার-
রাজবাড়ীতে মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি ইমরান হোসেন মনিম এর উপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ১২ ফেব্রুয়ারি বেলা ১১ঃ০০ টায় রাজবাড়ীর প্রেসক্লাবের সামনে সড়কে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে জেলা কর্মরত গণমাধ্যম কর্মীরা।

রাজবাড়ী জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি এম দেলোয়ার হোসেন এর সভাপতিত্ব উক্ত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য প্রদান করেন, কাজী আব্দুল কুদ্দুস বাবু, শহিদুল ইসলাম হিরণ, মেহেদি হাসান, দেবাশীষ বিশ্বাস, আশিকুর রহমান, শিহাবুর রহমান, এজাজ আহমেদ, খন্দকার রবিউল ইসলাম, কবির আহমেদ, ও মোর্শেদ আলম মালেক প্রমুখ।

এ সময় সাংবাদিক বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে ভিডিও ধারণ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি ইমরান হোসেন মনিম। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। কিন্তু ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও পুলিশ এখন পর্যন্ত কোন সন্ত্রাসীকে আটক করতে পারেনি। তাঁরা দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান এবং অবিলম্বে দোষীদের গ্রেপ্তার না করা হলে আরো কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দেন।

উল্লেখ্য, গত সোমবার রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে পুকুরিয়া বালু মহলে ইজারা নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ঘটনা ঘটে । এ সময় মাছরাঙ্গা টেলিভিশনের রাজবাড়ী জেলা প্রতিনিধি ইমরান হোসেন মনিম ভিডিও ধারণ করতে গেলে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে ও মারধর করে গুরুতর আহত করে । ঘটনার পর রাতেই ইমরান হোসেন মনিম রাজবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তবে এখন পর্যন্ত কোনো আসামী গ্রেপ্তার হয়নি।

Scroll to Top