নাজমুল হোসেন, স্টাফ রিপোর্টার-
রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গোয়ালন্দ উপজেলা,পৌর ও সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকাল ৪:৩০ টার সময় গোয়ালন্দের বীর মুক্তিযোদ্ধা শহীদ ফকির মহিউদ্দিন আনছার ক্লাব মাঠ চত্বরে উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি মো. রুস্তম মোল্লা সভাপতিত্বে ও গোয়ালন্দ পৌর শাখার সিনিয়র যুগ্ন আহবায়ক ইঞ্জিনিয়ার মাহবুবুর আলম শাহিন এর সঞ্চালনায়, রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে তাঁর বক্তব্যে বলেন,
আঃলীগ এ দেশে রাজনীতি করার অধিকার হারিয়ে ফেলেছেন। তাঁদের পাপের পাল্লা এতটাই ভারী হয়ে গেছে যে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে পালিয়ে পার্শ্ববর্তী দেশ ভারতে গিয়ে আশ্রয় নিতে হয়েছে।
আমাদের অসংখ্য নেতাকর্মী ওদের ধারায় নানান ধরনের নির্যাতনের শিকার হয়েছিল। হামলা মামলার শিকার হয়েছিল।রাজবাড়ীতে আঃলীগের
দুঃশাসন, দুর্নীতিতে সাধারণ অতিষ্ঠ হয়ে উঠেছে। তাঁদের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী ও তাঁর ছোট ভাই কাজী এরাদত আলী তাঁদের অনুসারী আঃলীগের যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা শান্তি প্রিয় রাজবাড়ীকে অশান্ত করে তুলেছে। মহান আল্লাহ পাক ওদের নিজ হাতে শান্তি দিয়েছেন। তবে আমার প্রতিহিংসা পরায়ণ না। ওরা যে নোংরামি করেছেন, জুলুম নির্যাতন করেছে আমরা তা করতে চাইনা। আমাদের সামনে অনেক কাজ । রাজবাড়ীকে নতুন করে গড়ে তুলতে হবে। দৌলতদিয়া-পাটুরিয়া পদ্মা সেতুর নির্মাণ, দৌলতদিয়া ঘাট আধুনিকায়ন ও নৌ-বন্দর স্থাপন, নদী শাসন, বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপন সহ বহু উন্নয়নমূলক কাজ করতে হবে। এজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সকল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। দেশটাকে গড়ে তুলতে হবে। জনসভায় আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম আরো বলেন, আঃলীগ সরকার জনগণের ভোটাধিকার হরণ করেছিল। গণতন্ত্রকে হত্যা করেছিল। রাষ্ট্র কাঠামো পূর্ণগঠন ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নই এ সংকট হতে উত্তরণের একমাত্র পথ।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক আহ্বায় নঈম আনসারী,রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সদস্য সচিব,অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এ্যাডঃ মাহাবুবুর রহমান, রাজবাড়ী জেলা বিএনপি যুগ্ন আহবায়ক গাজী আহসান হাবিব,জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহ আলম,জেলা মহিলা দলের সভাপতি কুলসুম নজরুল,
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লার, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,
উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু,রাজবাড়ী জেলা বিএনপির সাবেক উপদেষ্টা নাজিরুল ইসলাম তিতাস, উপজেলা যুবদলের আহ্বায়ক মো.ফারুক দেওয়ান,জেলা যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ আল রেজা, পৌর বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম মৃধা মুক্তার,
জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার আদনান নুর ইসলাম,উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু, পৌর ৬ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মো.তাজেল সরদার, সাধারণ সম্পাদক মো. সেলিম শেখ সহ গোয়ালন্দ উপজেলা ,পৌর বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।