রাজধানী উত্তরার দিয়াবাড়িতে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, বাইরে থেকে ভবনের নিচতলায় ‘পেট্রলবোমা’ নিক্ষেপ করে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতের ঘটনা এটি।
পুলিশ সূত্রে জানা গেছে, রাত ২টার দিকে চার–পাঁচজন ব্যক্তি তুরাগের দিয়াবাড়ির বিআরটিএ ভবনের ১ নম্বর ভবনের সামনে গিয়ে পেট্রলবোমা নিক্ষেপ করেন, যার ফলে ভবনটির নিচতলায় আগুন ধরে যায়। পরে স্থানীয় জনগণ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
বিআরটিএ সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা কাচের বোতলে পেট্রল ভরে ভবনের দিকে নিক্ষেপ করে। এতে ভবনের ফটকে আগুন ধরে যায়, কিছু বৈদ্যুতিক তার পুড়ে যায় এবং নিচতলার বিদ্যুৎ ও জেনারেটরের লাইনগুলো ক্ষতিগ্রস্ত হয়। তবে, আগুন উপরের দিকে ছড়ায়নি এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এই অগ্নিকাণ্ডে বিআরটিএর প্রায় ৪০-৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা অঞ্চলের সহকারী পুলিশ সুপার (এসি) সাদ্দাম হোসেন আজ শুক্রবার সন্ধ্যায় প্রথম আলোকে জানান, ঘটনাস্থল পরিদর্শন করে তিনি জানতে পারেন যে, চার-পাঁচজন যুবক পেট্রল, অকটেন বা অন্যান্য দাহ্য পদার্থ বোতলে ঢুকিয়ে বিআরটিএ ভবনের দিকে নিক্ষেপ করেছিলেন। তুরাগ থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে এবং মামলার প্রক্রিয়া চলছে। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য পুলিশ কাজ করছে।