নাজমুল হোসেন, স্টাফ রিপোর্টার-
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের চর মহিদাপুর চাল কুমড়া খেত থেকে
পাঁচটি গাঁজার গাছ সহ জামাল শেখ (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দঘাট থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী হলো: রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানা উজানচর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের চর মহিদাপুর গ্রামের মাতা রিজিয়া খাতুন ও মালেক শেখের ছেলে জামাল শেখ (৫০) ।
শুক্রবার বিকেলে এক প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন, গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের বিশেষ অভিযানে অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম এর দিকনির্দেশনায় এসআই (নিঃ) ফারুক হোসেন বিপিএম সঙ্গীয় ফোর্স সহ গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড চর মাহিদাপুর ১ নং মজলিশপুর মৌজার জামাল শেখ এর কুমড়া খেতের ভেতর হইতে পাঁচটি গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ী জামালকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, গোয়ালন্দ ঘাট থানায় নিয়মিত মামলার রুজু হয়। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ছবি যুক্ত:
নাজমুল হোসেন, স্টাফ রিপোর্টার-