শনিবার, রাত ৮:১১, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

শনিবার, রাত ৮:১১, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম সভা আগামী শনিবার অনুষ্ঠিত হবে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে আগামী শনিবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত হবে। রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে বিকেল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত এ সভা চলবে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, সভায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বক্তব্য রাখবেন।

এছাড়া, সাত সদস্যবিশিষ্ট জাতীয় ঐকমত্য কমিশন গঠন করে সরকার প্রজ্ঞাপন জারি করেছে, যার সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। কমিশনের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ড. আলী রিয়াজ।

প্রজ্ঞাপনটি বুধবার মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আবদুর রশীদ স্বাক্ষর করেন।

কমিশনের অন্যান্য সদস্যরা হলেন: জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন, নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার, বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান বিচারপতি এমদাদুল হক এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান। ১৫ ফেব্রুয়ারি থেকে কমিশন কার্যক্রম শুরু করবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, কমিশন আগামী নির্বাচনের প্রেক্ষিতে নির্বাচনব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন, সংবিধান এবং দুর্নীতি দমন সংক্রান্ত সংস্কার বিষয়ে সুপারিশগুলো বিবেচনা করবে এবং রাজনৈতিক দল ও অন্যান্য শক্তির সঙ্গে আলোচনা করে জাতীয় ঐকমত্য গঠন করবে। কমিশনের কার্যালয় সরকার কর্তৃক নির্ধারিত হবে এবং কমিশনের মেয়াদ কার্যক্রম শুরুর দিন থেকে ছয় মাস। প্রধান উপদেষ্টা এ কমিশনকে প্রশাসনিক সহায়তা প্রদান করবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top