শনিবার, রাত ১১:২৮, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

শনিবার, রাত ১১:২৮, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ দল শনিবার থেকে তাদের প্রস্তুতি শুরু করবে

মিরপুরে পাঁচ দিনের অনুশীলন শেষে গতকাল, বৃহস্পতিবার রাতের দিকে ঢাকা ত্যাগ করেছে বাংলাদেশ ক্রিকেট দল। দুবাই পৌঁছে একদিন বিশ্রাম নেবে তারা। এরপর শনিবার থেকে শুরু হবে মূল অনুশীলন। এর আগে ঢাকা ছাড়ার সময় দলের সহ-অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজের নাম ঘোষণা করেছে বিসিবি।

চ্যাম্পিয়নস ট্রফিতে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সহকারী হিসেবে মাঠে থাকবেন মিরাজ। এর আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে চোটের কারণে শান্ত দলের সঙ্গে ছিলেন না এবং সে সিরিজে অধিনায়কত্বের দায়িত্ব পালন করেছিলেন মিরাজ।

বাংলাদেশ দল চ্যাম্পিয়নস ট্রফিতে বড় স্বপ্ন নিয়ে অংশগ্রহণ করছে। প্রধান কোচ ফিল সিমন্স এবং অধিনায়ক শান্ত ট্রফি জয়ের দিকে তাকিয়ে আছেন। তারা একাট্টা হয়ে সেই লক্ষ্য পূরণের জন্য মাঠে নামবে। এখন পর্যন্ত বৈশ্বিক কোনো শিরোপা জেতেনি বাংলাদেশ, তবে এবার কি তারা সেই শূন্যস্থান পূরণ করতে পারবে, তা এখন দেখার বিষয়। তবে তারা প্রস্তুতি নিচ্ছেন জোরেশোরে। ঢাকায় পাঁচ দিনের ক্যাম্পের মাধ্যমে প্রস্তুতি শুরু হয়েছে।

এবারের চ্যাম্পিয়নস ট্রফি হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হওয়ায়, বাংলাদেশ দলকে দুটি ভিন্ন দেশে প্রস্তুতি নিতে হবে। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এজন্য দলের সদস্যরা দুবাই ভ্রমণ করবেন। অনুশীলন শুরু হবে শনিবার থেকে এবং রবিবার পর্যন্ত চলবে। পরদিন, সোমবার, পাকিস্তান শাহিনসের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। এরপর দুদিন অনুশীলন করে ভারত দলের মুখোমুখি হবে বাংলাদেশ।

ভারত ম্যাচের পর ২১ ফেব্রুয়ারি, দুবাই থেকে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে উড়াল দিবে বাংলাদেশ। সেখানে ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ হবে। তার আগে রাওয়ালপিন্ডিতে দলের অনুশীলন চলবে। এরপর ২৭ ফেব্রুয়ারি, প্রথম পর্বের শেষ ম্যাচে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top