শনিবার, রাত ১১:২২, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

শনিবার, রাত ১১:২২, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

 ভালবাসা 

 # কলমে মোঃ রফিকুল ইসলাম 

           


 

     

ভালোবাসায় মুগ্ধ হলাম তোমার আলিঙ্গনে

 উপচে পরা অনুভূতির, আষাঢ় মাসের বানে! 

শ্রাবন ধারায় মেঘ ছুটে যায় বৃষ্টি সরোবরে 

প্রেমের টানে বান ডেকে যায়, যত্নে রাখি ঘরে! 

স্কুল ছুটির অপেক্ষাতে, প্রদীপ জ্বেলে রাখী 

চুলের বেনী দুলতে থাকে পিছন ফিরে আঁখি। 

ভালবাসা এতোই মধুর, স্বপ্ন ভেলায় ভাসে 

মন ভুলানো লাল গোলাপের সুবাস মেখে আসে। 

 

 নীল আকাশে চাঁদমুখ খানা পূর্ণিমাতে হাসে

উজাড় করে জড়িয়ে রেখো, আমায় ভালবেসে।

 একটু আড়াল হলেই তোমার চোখের কোনে পানি

আসমানেতে মেঘ করেছে, পোড়ে অন্তর খানি। 

আমার বাড়ি নাইকো আঁড়ি, স্বজন করে রেখো

দিগবিদিকে জোছনা’র হাসি আদর করে মেখো!

 

Scroll to Top