শনিবার, রাত ৯:১৫, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

শনিবার, রাত ৯:১৫, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

আগামী দিনের রাজনীতি হবে দক্ষতা ও জ্ঞানের ভিত্তিতে গঠিত রাজনীতি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ইব্রাহিম খলিল ফিরোজ বলেছেন, আগামী দিনের রাজনীতি হবে মেধাভিত্তিক রাজনীতি, যেখানে খুনাখুনি এবং হানাহানি কোনো স্থান পাবে না। তিনি আরও উল্লেখ করেন, ক্যাম্পাসগুলোতে টেন্ডারবাজীর রাজনীতি চলবে না, মেধাভিত্তিক রাজনীতি চালু হবে। শুধুমাত্র মেধাবী ও নিয়মিত ছাত্ররাই ছাত্রদলের সদস্য হতে পারবেন। ছাত্রদলের সদস্যদের মাদক এবং অসামাজিক কার্যকলাপ থেকে দূরে থাকতে হবে।

শনিবার সন্ধ্যায় মাদারীপুর জেলা শাখার অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষার্থীদের মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য সংগ্রহ ফরম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘আমাদের জাতীয়তা হলো বাংলাদেশি,’ এবং এ পরিচয়টি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম প্রচলন করেছিলেন। পূর্বে আমরা বাঙালি পরিচয়ে পরিচিত ছিলাম, তবে পশ্চিমবঙ্গের মানুষও নিজেদের বাঙালি বলে পরিচয় দিতেন, তাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ‘আমরা বাংলাদেশি’ এই নতুন পরিচয়টি প্রচলন করেন।

এ সময় মাদারীপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান জাকিরের সভাপতিত্বে এবং সদস্য সচিব কামরুল হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসান পলাশ অয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান আল মারজান। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক বি এম নাজমুল হাসান মিলন, ফয়সাল আহমেদ, মাহমুদুল হাসান, মাইদুল ইসলাম, এবং জেলা ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top