ইসরায়েল কারাগার থেকে আরও ৩৬৯ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে, যা যুদ্ধবিরতি চুক্তির আওতায় এসেছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, হামাস তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার পর, ইসরায়েল ৩৬৯ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে, তাদের মধ্যে ৩৬ জন ছিল যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত।
হামাস পরিচালিত তথ্যকেন্দ্র জানিয়েছে, মুক্তিপ্রাপ্তদের মধ্যে ৩৩৩ জনকে যুদ্ধ শুরুর সময় ধরে নিয়ে গিয়েছিল ইসরায়েল, আর বাকি ২৬ জন আগে থেকেই কারাগারে ছিলেন এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল।
যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর এটি ছিল ইসরায়েল থেকে সবচেয়ে বেশি সংখ্যক ফিলিস্তিনি বন্দির মুক্তির ঘটনা।
এদিকে, একই দিন ইসরায়েল ৩ জন জিম্মিকে মুক্তি দিয়েছে। তারা হলেন: ইয়ার হর্ন, সাগি ডেকেল-চেন, এবং আলেকজান্ডার ট্রুফানোভ। তারা ২০২৩ সালের ৭ অক্টোবরে হামাসের হাতে জিম্মি হন। মুক্তির সময় তাদের উপহার ও সনদপত্র দেওয়া হয়।
একটি সূত্র জানিয়েছে, সাগি ডেকেল-চেন তার মেয়ের জন্য একটি বিশেষ উপহার পেয়েছেন, যেহেতু জিম্মি হওয়ার পর তিনি কন্যাসন্তানের বাবা হন। হামাস তার মেয়ের জন্য একটি স্বর্ণমুদ্রা উপহার দিয়েছে।
এর আগে জানুয়ারিতে প্রথম ধাপে হামাসের হাতে জিম্মি থাকা ৩ ইসরায়েলি বেসামরিক নারী মুক্তি পেয়ে ছিলেন। তাদের হাতে উপহার হিসেবে এক একটি ব্যাগও দেওয়া হয়, যাতে ছিল বন্দি অবস্থায় পণবন্দিদের কিছু স্মরণীয় ছবি এবং গাজার একটি মানচিত্র।