গার্গী ব্যানার্জী
দুরে থেকেই জ্বালাও প্রদীপ
আঁধারে সিঁড়ি ভেঙে সে আলোর মায়া ছুঁয়ে যাবে সুনীল হৃদয় সোনালি মর্মরে।
বসন্তের রাঙাপথ ছেয়েছে পুষ্পের শোভা
থরথর কম্পনে পুঞ্জীভূত ঊর্মিমালা।
দূরত্ব নয় নৈকট্য
আলোকিত জ্যোৎস্নার চোখে আনে জল
তুমি হয়ে ওঠ দুর্বোধ্য।
দীপ আঁধারে থেকেই আলো ছড়ায়
সময়ের নামে ছায়া নামে
গতিপথ সমান্তরালে।
অন্ধকার থেকে উদ্ভূত আলো গভীরতম শূন্যতার মধ্যেও, শক্তির উজ্জ্বলতা দেখা মেলে
অস্তিত্বকে করে আলোকিত।
©গার্গী