.
ফারহান ইশরাক
.
আহা, সত্যে যদি এতই আবরণী
কে কয় তারে সত্য রূপের খনি?
জলের সাথে একটু মেশাল দিলে
জল পরিচয় মিথ্যে খাবে গিলে
করো তোমার ন্যাংটোপাগল, সোনা
উদোম হালেই ঘোচাতে হয় গোনা
আমায় তোমার ন্যাংটোপাগল করো
সব নিয়ে যাও ছাড়তে দাও এ-ঘরও
শক্তি পূজা খুব হয়েছে, থামি
সস্তা দিয়ে আবার করো দামি।