বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীদের আন্দোলনের প্রেক্ষিতে দিনাজপুরের পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা খাতুনকে বদলির নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টার পর জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
প্রজ্ঞাপনে ফাতেমা খাতুনকে রাজশাহী বিভাগে বদলি করার কথা উল্লেখ করা হয়।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ব্যানারে পার্বতীপুর শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে ইউএনও ফাতেমা খাতুনের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তোলা হয়। এরপর বিকেল সাড়ে ৫টার দিকে পুলিশ ও কর্মকর্তা-কর্মচারীদের সহায়তায় ইউএনও কার্যালয় ত্যাগ করেন। পরদিন তিনি অফিসে না এসে বাসা থেকে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করেন।
বদলির বিষয়ে ফাতেমা খাতুন কালবেলাকে জানিয়েছেন, “বর্তমানে অফিসে আছি এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বদলির কথা সন্ধ্যার আগে জানলাম।”