শনিবার, রাত ৮:৫৫, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

শনিবার, রাত ৮:৫৫, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

এবার কেরু চত্বরে চারটি বোমাসদৃশ বস্তু দেখতে পাওয়া গেছে, যেগুলিকে ঘিরে রেখেছে যৌথবাহিনী

চুয়াডাঙ্গার দর্শনা কেরু চিনিকল চত্বরে আজ (১৬ ফেব্রুয়ারি) চারটি বোমাসদৃশ বস্তু একসঙ্গে পাওয়া গেছে। যৌথবাহিনীর তল্লাশি অভিযানের সময় এগুলো উদ্ধার করা হয়। এর আগে, গত বৃহস্পতিবার এবং শনিবারও কেরু চত্বরে দুটি শক্তিশালী বোমা পাওয়া গিয়েছিল, যেগুলোর নিরাপদ বিস্ফোরণ ঘটায় র‌্যাবের বোম ডিসপোজাল ইউনিট।

দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর জানান, বৃহস্পতিবার ও শনিবার কেরু চত্বরে পরিত্যক্ত অবস্থায় দুটি বোমা পাওয়া গিয়েছিল। রোববার বেলা সাড়ে ১২টার দিকে কেরু আঙ্গিনায় শুরু হয় তল্লাশি, যেখানে পুলিশ, সেনাবাহিনী এবং আনসারসহ যৌথবাহিনী অংশ নেয়। দুপুর ২টার দিকে, কেরু চত্বরের পশ্চিমপাশের সীমানা পাঁচিলের কাছে একসঙ্গে চারটি লাল টেপ মোড়ানো বোমাসদৃশ বস্তু পড়ে থাকতে দেখা যায়।

এ বিষয়ে র‌্যাবের বোম ডিসপোজাল ইউনিটকে জানানো হয়েছে এবং বর্তমানে পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top