শনিবার, রাত ১০:৫২, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

শনিবার, রাত ১০:৫২, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

ঐতিহাসিক আহসান মঞ্জিলে হতে যাচ্ছে দেশের প্রথম সুফি ফেস্টিভ্যাল

পুরান ঢাকার ঐতিহাসিক আহসান মঞ্জিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের প্রথম সুফি ফেস্টিভ্যাল। আগামী বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত এই উৎসব চলবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানের শুরু হবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। দিনব্যাপী অনুষ্ঠানে থাকবে পুঁথি পাঠ, মুরশিদী, ভাওয়াইয়া, ভাটিয়ালি, মারফতি এবং অন্যান্য লোকসংগীত। মূল আকর্ষণ হিসেবে থাকছে নাফস ও কারার ব্যান্ডের কাওয়ালি পারফরম্যান্স, দ্যা সার্কেল ট্রুপের সুফি রাক্স (রুমি ড্যান্স) এবং সুফি হাদরা।

ফেস্টিভ্যালটির আয়োজক শেখ ফাহিম ফয়সাল জানান, শাহবাজ ফাউন্ডেশনের তত্ত্বাবধানে এই সুফি ফেস্ট অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে আর্ট সেশন, মেডিটেশন সেশন, বাঁশি ও ভায়োলিন সেশন, প্রশ্নোত্তর পর্ব, সুফি রাক্স ওয়ার্কশপ, সুফি হাদরা ওয়ার্কশপসহ বিভিন্ন আকর্ষণ থাকবে। এছাড়া, অনুষ্ঠানে থাকবে বই, ঐতিহ্যবাহী ঢাকাই খাবার, নবাব বাড়ির খাবার, পোশাক, তৈজসপত্র, পারফিউম, ব্যাগ, উত্তরীয় এবং বাদ্যযন্ত্রসহ নানা ধরনের স্টল।

ফাহিম ফয়সাল আরও জানান, এই অনুষ্ঠানটি আহসান মঞ্জিলে ১৭ বছর পর অনুষ্ঠিত হচ্ছে, যা স্থানটির ঐতিহাসিক গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, দেশ-বিদেশের সুফি-মাশায়েখ, বুদ্ধিজীবী ও শিক্ষাবিদরা উপস্থিত থাকবেন। যারা ফেস্টিভ্যালে অংশগ্রহণ করতে চান, তারা অনলাইনে টিকিট সংগ্রহ করতে পারবেন।

এই সুফি ফেস্ট মূলত চিরায়ত বাংলার সুফি মেলার আধুনিক সংস্করণ, যা শহরের পরিবেশে নতুনভাবে সাজানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top