শনিবার, সন্ধ্যা ৬:৩০, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

শনিবার, সন্ধ্যা ৬:৩০, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

গাজায় যুদ্ধবিরতি ভঙ্গ করলো ইসরায়েল

ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গাজায় হামলা চালিয়েছে, যার ফলে হামাসের তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন।

১৬ ফেব্রুয়ারি, রোববার সকালে ইসরায়েলি বাহিনীর ড্রোন হামলার খবর প্রকাশ করে ‘টাইমস অব ইসরায়েল’।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, নিহত পুলিশ সদস্যরা সশস্ত্র অবস্থায় সেনাদের দিকে এগোচ্ছিলেন। তবে গাজার সংবাদমাধ্যমগুলোর মতে, নিহত পুলিশ সদস্যরা মিসর সীমান্তবর্তী রাফাতে ত্রাণের ট্রাক প্রবেশে সহায়তা দিচ্ছিলেন।

গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং মধ্যস্থতাকারী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে, যেন তারা ইসরায়েলকে পুলিশ সদস্যদের ওপর হামলা না চালাতে বাধ্য করে, কারণ পুলিশ বেসামরিক প্রশাসনের অংশ।

ফিলিস্তিনি সংবাদমাধ্যমগুলোর বরাতে আরও জানা যায়, দিন শেষে আরেকটি ড্রোন হামলা চালায় ইসরায়েলি বাহিনী। হামলার লক্ষ্য ছিল একটি গাড়ি, যা গাজার উত্তরাঞ্চলে যাচ্ছিল। আইডিএফ পরে এক বিবৃতিতে জানায়, গাড়িটি অননুমোদিত রাস্তা দিয়ে চলাচল করছিল। তবে হামলায় কেউ হতাহত হয়েছেন কি না, তা এখনও জানা যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top