বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে ডিপসিক এআই এখন একটি আলোচিত নাম। বেশ কিছু উদ্ভাবনী প্রযুক্তিসুবিধা থাকায় প্রযুক্তিপ্রেমীদের কাছে দ্রুত জনপ্রিয়তা পেয়েছে চীনে তৈরি এআই মডেলটি। আর তাই যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালির আলোচিত প্রযুক্তি উদ্যোক্তাসহ শীর্ষ কর্মকর্তারা ডিপসিক সম্পর্কে নিজেদের ভাবনার কথা গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করছেন।
স্যাম অল্টম্যান
চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যান ডিপসিক আর১ মডেলকে চিত্তাকর্ষক মডেল হিসেবে ভুয়সী প্রশংসা করেছেন। তিনি বলেন, এমন একটি নতুন প্রতিযোগী থাকা জরুরি। আমরা স্পষ্টতই আরও ভালো মডেল প্রকাশ করব। আপনাদের জন্য এজিআই ও নতুন কিছু আনার চেষ্টা করব।
সত্য নাদেলা
মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সত্য নাদেলা বলেন, জেভনস প্যারাডক্সের দেখা মিলেছে আবারও। ডিপসিকের নতুন মডেল কার্যকর ওপেন সোর্স মডেলের উদাহরণ। নানা দিক থেকেই এটি অত্যন্ত চিত্তাকর্ষক। ১৬০ বছরের পুরোনো তত্ত্বের কথা উল্লেখ করে তিনি জানান, আরও দক্ষ এআই মডেলের কারণে প্রযুক্তির চাহিদা বাড়বে। এআই আরও দক্ষ ও ব্যবহারযোগ্য হয়ে উঠলে আমরা আকাশচুম্বী ব্যবহার দেখতে পারব।
এআই বিজ্ঞানী ইয়ান লেকুন
মেটার প্রধান এআই বিজ্ঞানী ইয়ান লেকুন ডিপসিকের সাফল্যকে সুসংবাদ বলে মনে করেন। তিনি বলেন, যাঁরা ডিপসিকের কার্যক্ষমতা দেখেছেন এবং মনে করছেন, চীন এআইতে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাচ্ছে, তাহলে তাঁরা ভুল বুঝছেন। সঠিক হচ্ছে, ওপেন সোর্স মডেল মালিকানার বিষয়কে ছাড়িয়ে যাচ্ছে। ডিপসিক ওপেন রিসার্চ ও ওপেন সোর্স থেকে লাভবান হয়েছে। যেমনটা মেটা থেকে পাইটর্চ ও লামা হয়েছে। এরা নতুন ধারণা নিয়ে এসেছে, আর তা অন্যদের কাজের ধারণার ওপর তৈরি করা হয়েছে। এটিই ওপেন রিসার্চ ও ওপেন সোর্সের শক্তি।
মার্ক বেনিওফ
সেলসফোর্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক বেনিওফ বলেন, ডিপসিক অ্যাপ স্টোরে ১ নম্বর। চ্যাটজিপিটিকেও ছাড়িয়ে গেছে। এদের কোনো এনভিডিয়া সুপার কম্পিউটার বা ১০ কোটি ডলারের প্রয়োজন নেই। এআই এখন পণ্যে পরিণত হয়েছে।
দারিও অ্যামোডেই
এআই প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দারিও অ্যামোডেই মার্কিন সরকারকে এআই চিপ রপ্তানির ক্ষেত্রে কঠোর নিয়ন্ত্রণ আরোপের পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, চীনের এআই প্রতিষ্ঠানগুলোর কাছে অনেক বেশি জিপিইউ রয়েছে। ডিপসিকের কাছে ৫০ হাজারের মতো জিপিইউ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ডিপসিক নিয়ে এআই চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া একটি বিবৃতি দিয়েছে। ডিপসিকের আর১ মডেলকে চমৎকার এআই অগ্রগতি বলে অভিহিত করে এনভিডিয়া জানিয়েছে, ডিপসিক একটি চমৎকার এআই অগ্রগতি। এটি টেস্ট টাইম স্কেলিংয়ের একটি নিখুঁত উদাহরণ। ডিপসিকের কাজ নতুন মডেল যেভাবে কাজ করে, সেই কৌশলকে প্রকাশ করছে। এ ধরনের মডেল ব্যাপকভাবে প্রচলিত মডেল ব্যবহার করে। এরা এমনভাবে গণনা করতে পারে, যা বেশ নিয়ন্ত্রিত।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস