পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক নজরুল ইসলাম বলেন ,পুণ্ড্র বিশ্ববিদ্যালয় উত্তর বঙ্গের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়পুণ্ড্র বিশ্ববিদ্যালয় উত্তর বঙ্গের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়। প্রায় আড়াই হাজার বছরের প্রাচীন এ পুণ্ড্র সভ্যতার নাম অনুসারে এর নামকরণ করা হয়।উত্তারাঞ্চলের বগুড়ায় প্রতিষ্ঠিত এ বিশ্নবিদ্যালয়টি এ জনপদের ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষার স্বপ্ন পুরাণে তার শিক্ষা কায’ক্রম পরিচালনা করে আসছে। বত’মানে বিজ্ঞান বাণিজ্য বিভাগের পাশাপাশি আইন ও জানা’লিজম বিভাগ খোলা হয়েছে। শিল্প সাহিত্যে বিকাশে স্প্রিং সেমিষ্টারে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ তার নব যাত্রা শুরু করেছে। আগ্রহী সকলকে বাংলা বিভাগে প্রথম ছাত্র -ছাত্রী হওয়ার সুযোগ গ্রহণের আহবান জানাচ্ছি।
পুণ্ড্র বিশ্ববিদ্যালয় এখন একটি পূণা’ঙ্গ বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে। তিনি আরও বলেন
আজ বাংলা বিভাগের ক্লাস শেষে
বিবিএ বিভাগ কতৃ’ক আয়োজনো উদ্যোক্তা মেলা, ২০২৫ অংশ গ্রহণ করি। মেলার মাঝখানে খড়ের ছাউনি দেওয়া এক কুঁড়েঘর। নীচে বসে আড্ডায় মেতেছিল কয়েকজন …