অমর একুশে বইমেলায় স্যানিটারি ন্যাপকিন বিক্রির কারণে দুটি স্টল বন্ধ করে দিয়েছে বাংলা একাডেমি। আজ রোববার বিকেলে স্টল দুটি বন্ধ করার পর মেলা কর্তৃপক্ষ জানিয়েছে, বইমেলায় অনুমোদনহীন পণ্য বিক্রির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্রমতে, নারী ও শিশুস্বাস্থ্য সুরক্ষার পণ্য ‘স্টে সেইফ’ ব্র্যান্ডের দুটি স্টল সোহরাওয়ার্দী উদ্যান অংশে মেলার শুরু থেকেই চলছিল। তবে আজ বিকেলে স্টল দুটি বন্ধ করে দেওয়া হয়।
বইমেলা কমিটির সচিব ও বাংলা একাডেমির পরিচালক সরকার আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বইমেলার নিয়ম অনুযায়ী এখানে বই ও খাবার ছাড়া অন্য কিছু বিক্রি করা যায় না, তাই স্টল দুটি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, স্যানিটারি ন্যাপকিনের বিক্রি নয়, যেকোনো অনুমোদনহীন পণ্য বিক্রির ক্ষেত্রে এই সিদ্ধান্ত প্রযোজ্য।
আজ বিকেলে সরেজমিনে দেখা যায়, স্টল দুটি কালো কাপড়ে ঢেকে বন্ধ করে রাখা হয়েছে।
এ বিষয়ে বাংলা একাডেমির সচিব ও বইমেলা টাস্কফোর্স কমিটির প্রধান সেলিম রেজা প্রথম আলোকে জানান, অনুমোদনহীন পণ্য বিক্রির জন্য স্টল দুটি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।