বাঙালী মোঃ আকরামুল ইসলাম
তোমার কথা মনে পড়ে সকাল দুপুর সাজে,
তোমার ছবি আঁকা আছে আমার হৃদয় মাঝে।
নীল আকাশের তারায় তারায় তোমার নামটি লেখা,
তোমার আশায় বেঁচে আছি দিওনা মনে ব্যাথা।
লাইলী মজনু শিরি ফরহাদ তাদের অমর গাথা,
ভালবেসে গড়বো মোরা ইতিহাসের পাতা।
ইতির মাঝে জড়িয়ে আছে তোমার অনেক স্মৃতি
তাইতো ইতি দিলাম আমি আশায় তোমার প্রতি।