এম এ সবুর
এসো আজি হবো কবি
তোমার ছন্দে লিখব,
কাছে আসার গল্প সবি
তোমার কাছে শিখব।
তৃষ্ণা নিয়ে বন্ধ ঘরে
তোমার দেহ খুঁজব,
নিরব রাতের স্বপ্ন ছোঁয়া
তোমার কাছে বুঝব।
বুকের কষ্ট করব দাহ
দেহের ভাঁজে ভাঁজে,
রঙ্গিন স্বপ্নে সাঁজাবো জীবন
এই ঋতু রাজে।
শব্দের এবার সঙ্গম হবে
ছন্দ ছন্দ খেলায়,
সৃষ্টিতে আমি হারাবো আজ
সুখ স্বর্গের মেলায়
শব্দের সঙ্গম
এম এ সবুর
এসো আজি হবো কবি
তোমার ছন্দে লিখব,
কাছে আসার গল্প সবি
তোমার কাছে শিখব।
তৃষ্ণা নিয়ে বন্ধ ঘরে
তোমার দেহ খুঁজব,
নিরব রাতের স্বপ্ন ছোঁয়া
তোমার কাছে বুঝব।
বুকের কষ্ট করব দাহ
দেহের ভাঁজে ভাঁজে,
রঙ্গিন স্বপ্নে সাঁজাবো জীবন
এই ঋতু রাজে।
শব্দের এবার সঙ্গম হবে
ছন্দ ছন্দ খেলায়,
সৃষ্টিতে আমি হারাবো আজ
সুখ স্বর্গের মেলা!