শনিবার, সন্ধ্যা ৭:৫৯, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

শনিবার, সন্ধ্যা ৭:৫৯, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

সাবেক এমপি ছানোয়ারসহ তিন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

রাজধানীর ভাটারায় বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) তিনজন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে আছেন টাঙ্গাইল-৫ আসনের সাবেক এমপি মো. ছানোয়ার হোসেন (৫৪), ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি মো. আবু মুসা আনসারী (৫৬) এবং ভাটারা থানার ৪০নং ওয়ার্ডের সহসভাপতি মো. সালাউদ্দিন সালেক (৫৮)।

রোববার (১৬ ফেব্রুয়ারি) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে ভাটারা থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় আওয়ামী লীগের শীর্ষ নেতারা দাবি করেছেন যে, কিছু ব্যক্তির অপকর্মের জন্য দলের সুনাম ক্ষুন্ন হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top