নিজস্ব প্রতিবেদক
১৭ ফেব্রুয়ারি, ২০২৫ ১৫:০১
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করার অভিযোগে কবি সোহেল হাসান গালিবকে ২ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জুনাইদের আদালত শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন। আদালতের অপরাধ ও প্রসিকিউশন বিভাগের সাধারণ নিবন্ধন শাখার উপপরিদর্শক স্বপন কুমার এ তথ্য নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা যায়, ১৪ ফেব্রুয়ারি ডিবি পুলিশের কোতয়ালী জোনাল টিমের উপ-পরিদর্শক হুমায়ন কবীর কবি সোহেল হাসান গালিবকে আদালতে হাজির করেন।