২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে, এই মামলায় খালাসপ্রাপ্ত পলাতক অন্যান্য আসামিদেরও গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করেছে আদালত।
ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক রফিকুল ইসলাম এই আদেশ দিয়েছেন ১৭ ফেব্রুয়ারি, রাষ্ট্রপক্ষের আবেদন পরিপ্রেক্ষিতে। এর আগে, ১ নভেম্বর ২০২৪, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন এই মামলার সব আসামিকে খালাস দেন।
এছাড়া, ২০১৮ সালের ১০ অক্টোবর, একুশে আগস্ট গ্রেনেড হামলা ও হত্যার মামলায় বিএনপির অনেক সদস্যসহ ১৯ জনকে ফাঁসি এবং তারেক রহমানসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।