রাজধানীর উত্তরায় দম্পতিকে রামদা দিয়ে প্রকাশ্যে কোপানোর ঘটনায় উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হলেন ভুক্তভোগী নারী।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান আজ মঙ্গলবার বেলা পৌনে তিনটায় প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।
উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) এ বি সিদ্দিক জানিয়েছেন, ঘটনাটি ঘটে গতকাল সোমবার রাত ৯টার দিকে, উত্তরার ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডে। এ ঘটনায় মোবারক হোসেন (২৫) ও রবি রায় (২৭) নামে দুজনকে আটক করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান জানান, আটক দুজনকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।