সিরাজগঞ্জ ( উল্লাপাড়া) থেকে অশোক কুমার রায়
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রাজনৈতিক মামলার আসামি সহ মোট ৮ জনকে গ্রেপ্তার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ।
সোমবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রাজনৈতিক মামলায় ৩ জন এবং সি/আর ও জি/আর মামলার ৫ জন আসামিকে গ্রেপ্তার করে জেল-হাজতে পাঠিয়েছে পুলিশ।
উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রাকিবুল হাসান জানান, সোমবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিয়মিত ও রাজনৈতিক মামলা আসামি পৌরসভার কাওয়াক মহল্লার মৃত আব্দুস সামাদ এর ছেলে মোঃ মনোয়ার হোসেন (৩০), উপজেলার হাওড়া গ্রামের মঞ্জিল হকের ছেলে রিপন আহমেদ (২৯), মধুখোলা গ্রামের আব্দুর রশিদের ছেলে রবিউল করিম রুবেল (৩৫) এবং সি/আর ও জি/আর মামলার ৫ আসামি সহ ৮ জনকে গ্রেপ্তার করে মঙ্গলবার সকালে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।