খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার পাল্টা অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে টিএসসি থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীরা ছাড়াও ঢাকা কলেজসহ ঢাকার বিভিন্ন ইউনিটের ছাত্রদল নেতাকর্মীরা যোগ দেন।
মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন, যেমন—‘শিক্ষা মৌলবাদ- একসঙ্গে চলে না’, ‘ছাত্রদলের ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই’। মিছিলটি টিএসসি থেকে শুরু হয়ে ভিসি চত্বর ঘুরে ডাস চত্বর সংলগ্ন যাত্রী ছাউনির সামনে গিয়ে সমাবেশে পরিণত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সহ-সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সাংগঠনিক সম্পাদক নুর আলম ভুঁইয়া ইমনসহ অন্যান্য নেতারা। বক্তারা কুয়েটে হামলার পাল্টা অভিযোগ এনে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।
এছাড়া তারা তীব্র নিন্দা জানিয়ে বলেন, হামলার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করা উচিত।