মিনি বিশ্বকাপ খ্যাত চ্যাম্পিয়নস ট্রফির দামামা বাজতে শুরু করেছে। রাত পোহালেই মাঠে গড়াবে টুর্নামেন্টটির নবম আসর। করাচিতে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ড মুখোমুখি হবে। এরপর বৃহস্পতিবার, টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে খেলবে ভারত।
এই ম্যাচটির জন্য নতুন পিচ প্রস্তুত রেখেছে স্টেডিয়াম কর্তৃপক্ষ। শুধু এই ম্যাচ নয়, ভারতের বাকি সব ম্যাচের জন্য আলাদা দুটি উইকেট প্রস্তুত করা হয়েছে।
বছরব্যাপী ব্যস্ত থাকে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম, যেখানে অনেকগুলো টুর্নামেন্ট ও দ্বিপক্ষীয় সিরিজ অনুষ্ঠিত হয়। সাম্প্রতিক মাসগুলোতে এখানে বেশ কিছু ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যার মধ্যে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ, পুরুষদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ এবং এমিরেটস ক্রিকেট বোর্ডের আয়োজনে আইএল টি-২০ লিগের ১৫টি ম্যাচ অন্তর্ভুক্ত। সব মিলিয়ে, উইকেটটির ওপর চাপ পড়েছে। তাই চ্যাম্পিয়নস ট্রফির আগে স্বাভাবিকভাবেই উইকেটের বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু প্রশ্ন উঠেছে।