নাজমুল হোসেন স্টাফ রিপোর্টার-
রাজবাড়ীর বালিয়াকান্দি সড়কের বাণিবহ বাজার এলাকায় ট্রাক কে সাইট দিতে গিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শিউলি সান্যাল (৩৫) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে।
শিউলি সান্যাল কালুখালি উপজেলার হাট গ্রামের বাসিন্দা অমিত কুমার সান্যাল এর স্ত্রী।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টা দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানায়, শিউলি সান্যাল তাঁর স্বামীর মোটরসাইকেলে রাজবাড়ী আসছিলেন। পথে বানিবহ বাজারের কাছে একটি ট্রাককে সাইড দিতে গিয়ে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনা স্থলেই তাঁহার মৃত্যু হয়।
জানা গেছে, শিউলি সান্যাল দীর্ঘদিন যাবৎ শারীরিকভাবে অসুস্থ ছিলেন , যার কারণে ভারসাম্য রক্ষা করতে না পেরে দুর্ঘটনার শিকার হন।
রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটিকে আটক করেছে। তবে ততক্ষণে ট্রাকেট চালক সুকৌশলে পালিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
ছবি যুক্ত:
নাজমুল হোসেন স্টাফ রিপোর্টার-